নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে সিয়াম, তাকাওয়া, সাদাকাহ ও ওয়াকফ শীর্ষক আলোচনা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম। গত সোমবার বিকেলে ব্যাংক কার্যালয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের নওগাঁ শাখা ব্যবস্থাপক তরিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা আ,ন,ম আকরাম হোসাইন, এসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম, প্রবীন আইনজীবি অ্যাড: ইউনুস আলীসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। পরে মুসলিম জাতীর সুখ শান্তি কামনায় ও ইফতার পূর্ব দোয়া পরিচালনা করেন, নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার উপাধাক্ষ্য মাওলানা পি,এম আদম আলী। পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন