নওগাঁ প্রতিনিধি: “জীবন বাাঁচান, আওয়াজ তুলুন“ এই প্রতিপাদ্য নিয়ে, ফেষ্টুন উড়ানো, বর্ন্যাঢ্য র্যালী ও সমাবেশের মধ্য দিয়ে নওগাঁয় ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসন, বিআরটিএ ও সড়ক ও জনপথ বিভাগ এর আয়োজন করে।
বিআরটিএ এর সহকারী পরিচালক এটিএম ময়নুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. কামরুজ্জামান, অতিরিক্তি পুলিশ সুপার রাশিদুল হক, টিটিসির অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সভাপতি রায়হান আলম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা নিরাপদ সড়ক যাতে আমরা করতে পারি সেই লক্ষ্যে নিয়ে তার উপর বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন