আশরাফুল নয়ন, নওগাঁ: নওগাঁয় স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টায় রেজিস্ট্রেশন শেষে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে কর্মশালার উদ্দেশ্য, পেক্ষাপট ও সরকারের উন্নয়ন বিষয়ক বিভিন্ন পরিকল্পনা বিশ্লেষন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই, প্রকল্প ব্যাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আল হাসিব পরাগ,এলজিইডি প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল,তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার প্রমূখ।
উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থী, ক্ষুদ্র ও নৃ-তাত্বিক জনগোষ্ঠির প্রতিনিধি, শ্রমিক ও সূধীজনের সমন্বয়ে গঠিত ৮টি গ্রুপের মাধ্যমে গ্রুপওয়ার্ক বিষয়ক নির্দেশনা বিশ্লেষন ও প্রশ্নত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন