মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জনের মধ্যে ২ জন মান্দা উপজেলার বলে জানা গেছে। মৃত্যুর খবর পাবার পর মান্দা উপজেলায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাশ ভারি হয়ে উঠতেছে।
তাদের মধ্যে ১) নাম: গিয়াস উদ্দিন মৃধা, পিতা: মোঃ তফিজ উদ্দিন মৃধা, মাতা: মোসাঃ হামিদা ঠিকানা: তেগরা, মান্দা, নওগাঁ। পাসপোর্ট নম্বর: ইখ ০১৭৭৮১৭ এবং
২) নাম: মোঃ মানিক, পিতা: মোঃ রমজান আলী, মাতা: মোসাঃ মানিকজান ঠিকানা: তুরুকবাড়িয়া, মান্দা, নওগাঁ, পাসপোর্ট নম্বর: ইঢ ০৫০৫৯৫৩
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দূর্ঘটনার সময়, ওই গাড়িতে ১৭ জন ছিলেন যাত্রি ছিলেন,বলে জানা গেছে। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া আরো দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রিয়াদে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ সাকরা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের সাকরা এলাকায় সড়ক দুর্ঘটনায় ১১ বাংলাদেশি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার রিয়াদ বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। তবে নিহতদের সকলের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেননি। দূতাবাসের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে ওইদিন তাৎক্ষণিক রওনা হয়।
জানা গেছে, রাজধানী রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের শহর সাকরাতে যাওয়ার সময় এই দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সাকরা প্রবেশ পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়।
একটি মন্তব্য পোস্ট করুন