রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে
প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও
ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহযোগিতায়
বৃহস্পতিবার সৈয়াদুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ
অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা
পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিবন্ধী
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিমের সভাপতিত্বে পৌরসভার
মেয়র মোহাম্মদ লিয়াকত আলী তালুকদার, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক স্বপন
কুমার মুখার্জী ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু
বক্তব্য রাখেন।
ঝালকাঠি
সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফা বেগমসহ বিশিষ্ট ব্যক্তিরা
উপস্থিত ছিলেন। অতিথিরা প্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে ঈদসামগ্রী তুলে দেন।
একটি মন্তব্য পোস্ট করুন