নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালতে ৩টি ইটভাটা ও ৪টি দোকানের দেড় লাখ টাকা জরিমানা

নওগাঁর মান্দায় ভ্রাম্যমান আদালতে ৩টি ইটভাটা ও ৪টি দোকানের দেড় লাখ টাকা জরিমানা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ : নওগাঁর মান্দায় তিনটি ইটভাটা ও চারটি পলিথিনের দোকানে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে।
 
গত মঙ্গলবার দুপুরে উপজেলার প্রসাদপুুর বাজারে ও বিজয়পুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান।
 
এসএম হাবিবুল হাসান বলেন, পরিবেশ দূষণে বিজয়পুর এলাকার ঢোলপুকুর স্কুল সংলগ্ন হাজী শহিদুল ইসলামের মেসার্স শাপলা ব্রিকস নামে দুইটি ইটভাটার ১ লাখ টাকা এবং মেসার্স সীমানা ব্রিকসের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া প্রসাদপুর বাজারে নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ফজলুল হকের হাজী স্টোরকে ৪ হাজার টাকা, কাজী ট্রেডার্সের ৩ হাজার টাকা এবং বাজার মনিটরিংয়ের সময় মূল্য তালিকা না থাকায় ভাই ভাই স্টোরকে ২ হাজার টাকা ও মালেক স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনটি ইটভাটা ও চারটি পলিথিনের দোকানে মোট ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মকবুল হোসেন, মান্দা থানার পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম। আর এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget