রিপোর্ট : ইমাম বিমান: পিরোজপুর
জেলাধীন স্বরুপকাঠি নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্থক্ষেপে
পিরোজপুর-ঝালকাঠি সীমান্ত এলাকা আটঘর হাট থেকে ২০০০ মিটার কারেন্ট ও টোনা
জাল জব্দ।
সোমবার দুপুর
আনুমানিক ২টার সময় নেছারাবাদ উপজেলা মৎস কর্মকর্তা পারভেজ হোসেনের নেতৃত্বে
কোষ্টগার্ড একটি দল অভিযান চালিয়ে আটঘর হাট থেকে প্রকাশ্যে বিক্রি করার
সময় দেশীয় বিভিন্ন প্রজাতির মা মাছ, পোনা মাছ ধ্বংসকারী কারেন্ট জাল, টোনা
জাল জব্দ করেন। জব্দকৃত কারেন্ট জাল, টোনা জাল আটঘর হাটে প্রকাশ্যে
জনসম্মুখে আগুন দিয়ে পুরে ফেলেন।
এ
সময় উপজেলা মৎস কর্মকর্তা পারভেজ হোসেন জনগনের উপস্থিতিতে জন সচেতনা মূলক
বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে কারেন্ট জাল, টোনা জাল,বাধা জাল,চরগড়া
জাল,ভ্যাসাল জাল ক্রয় বিক্রয় থেকে বিরত থাকার আহবান জানান। সেই সাথে তিনি
এসব জালের কুফল সম্পর্কে উপস্থিত জনগনকে অবগত করে বলেন, এ সকল জাল দিয়ে
আমরা আমাদের এলাকা তথা দেশের মৎস সম্পদের ক্ষতি করছি। এখন ডিমওয়ালা মাছের
ডিম ছারার সময় তাই দেশের মৎস সম্পদ ধ্বংসকারী এসব জাল ক্রয় থেকে বিরত
থাকবেন যদি কেউ এগুলো বিক্রি করতে আসে তাহলে আমাদেরকে জানাবেন।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.