রিপোর্ট : ইমাম বিমান: ঝালকাঠিতে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে এক কলেজ শিক্ষিকার আত্মহত্যা ঘটনা ঘটেছে।
শনিবার
বিকেলে শহরের রোনালসে রোডস্থ নিজ বাসায় গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে
ঝুলে সদর উপজেলাধীন আকলিমা মোয়াজ্জেম কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক
মোসা: তানিয়ার (৩২) আত্মহত্যার খবর পাওয়া গেছে। তানিয়ার স্বামী ঝালকাঠি জজ
কোর্টের এ্যাডভোকেট মো: জাকারিয়া রহমান জিহাদ। ঘটনার পূর্বে তানিয়া তার ২
কন্যা সন্তানকে একই ভবনের ৩ তলায় আত্মীয়ের বাসায় রেখে সকলের অগচরে
আত্মহত্যা করেন। তবে আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি।
এ
বিষয় ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শোণিত কুমার গায়েন মুঠো ফোনে
জানান, আমরা ঘটনা স্থানে যাওয়ার পর দেখি তার ব্যবহৃত ওড়নার সাথে প্যাচিয়ে
আত্মহত্যা করেছে। লাশ পোষ্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছি। এ বিষয় আইনগত
ব্যবস্থা নেয়া হবে। এখন পর্যন্ত থানায় কেহ অভিযোগ করেননি।
একটি মন্তব্য পোস্ট করুন