নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের রুবির মোড়ে শীততাপ নিয়ন্ত্রিত এলিট ক্লাব ফ্যাশন হাউজের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকালে এলিট ক্লাব ফ্যাশন হাউজের উদ্বোধন করেন বিএমএ-এর নওগাঁ জেলা শাখার সভাপতি ডা: হাবিবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে এলিট ক্লাবের ডিরেক্টর আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান, এলিট ক্লাবের মানব সম্পদ ও প্রশাসন বিভাগের নিজাম উদ্দীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এলিট ক্লাবের ডিরেক্টর আরিফুল ইসলাম বলেন, ঢাকার গাজীপুর, চট্রগ্রাম, কুষ্টিয়া, টাঙ্গাইল, উত্তরবঙ্গের বগুড়া, দিনাজপুর, জয়পুরহাট ও সর্বশেষ শনিবার বিকালে নওগাঁয় এলিট ক্লাবের ৮তম শাখার উদ্বোধন করা হয়। বর্তমানে এলিট ক্লাব ফ্যাশন হাউজের মোট ৮টি শাখা চালু রয়েছে। আরো শাখার বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, আমাদের প্রতিটি শো-রুমে অত্যাধুনিক প্যান্ট, শার্ট, গেঞ্জিসহ নানা রকমের কাপড় রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন