সুনামগঞ্জের তাহিরপুরে বসত ঘড়বাড়ি হারিয়ে নিঃস্ব


তাহিরপুরে বসত ঘড়বাড়ি হারিয়ে নিঃস্ব

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর(সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং বড়দল  দক্ষিন ইউনিয়ন পরিষদের কাউকান্দি বাজারের পশ্চিমে অবস্থিত (মরমপুর) গ্রামের কাঁচা ঘড়বাড়ি উচ্ছেদ হয়ে গেছে।মেঘালয়ের ঢলের পানি বেড়ে যাওয়ার কারনে কেন্দুয়া নদী থেকে  মাঠিয়ান হাওরে প্রবেশ করায় স্রোতের  কবলে পড়ে  বিটা বাড়ি উচ্ছেদ হয়ে গেছে জন-জীবন ঝুঁকির মুখে দেখার কেউ নেই।বিটা উচ্ছেদ হয়ে যাওয়া সিরিল মিয়া বলেন,আমার একমাত্র মাথা রাখার সম্বল টুকু হারিয়ে গেল কেন্দুয়ার স্রোতের  কবলে পড়ে এখন আমি কোথায় যাব কি করব জানিনা আমি এখন সব হারিয়ে নিঃস্ব।
তাহিরপুরে বসত ঘড়বাড়ি হারিয়ে নিঃস্ব

এখইভাবে বিটা বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন রাশিদ মিয়া,সাব্বির মিয়া,সালে আহমদ,বাদশা মিয়া,আফতন আলী,দুলাল মিয়া,সামায়োন মিয়া,বিল্লাল মিয়া,আইবনুর ,সাজু মিয়া,মাফিকুল ইসলাম,দিরুল মিয়া,তাজুদ আলী,মুসলিম মিয়া রমজান আলী,মালেখা বেগম।

মরমপুর গ্রামের লোকজন বলেন আমরা সবাই আজহার আলীকে ভোট দিয়ে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছিলাম দুর্দিনে আমাদের পাশে দাঁড়ানোর জন্যে,কিন্তু  তিনি এখনো পর্যন্ত আমাদের কোনরকম ভাবে  খোঁজ নিতে আসেননি।

এই বিষয়ে ৩নং  বড়দল দক্ষিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজহার আলীর সাথে যোগাযোগ করা হলে সংবাদকর্মীকে  তিনি বলেন আমি যতটুকু পারি তাদের জন্যে কাজ করব।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget