মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ) : পবিত্র রমজান উপলক্ষে ১৪ ব্যাটালিয়ন (বিজিবি)র আয়োজনে গতকাল ২৩ মে বৃহস্প্রতিবার সন্ধ্যায় ১৪ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)সদর দপ্তর পত্নীতলায় এক দোয়া ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় উক্ত ইফতার মাহফিলে সেক্টর কমান্ডার, বিজিবি রাজশাহী, অধিনায়ক নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি), অধিনায়ক পত্নীতলা ঁ ব্যাটালিয়ন (১৪ বিজিবি), বিজ্ঞ জেলা ও দায়রা জজ নওগাঁ, অতিরিক্ত পরিচালক (অপারেশন) সেক্টর সদর রাজশাহী, জেলা প্রশাসক নওগাঁ মো: মিজানুর রহমান , পুলিশ সুপার নওগাঁ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, নওগাঁ, বিজ্ঞ পিপি নওগাঁ, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মো:শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল নওগাঁ, এছাড়াও জেলা প্রশাসনের উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও ইফতার মাহফিলে অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ নজিপুর প্রেসক্লাব সভাপতি ফরহাদ হোসে, সহসভাপতি টিপু সুলতান, সাধারন সম্পাদক মাসুদ রানা সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিজিবি তথা দেশ ও জাতির উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন