নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মেলায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ২টি কলেজ অংশগ্রহণ করছে। দুইদিন ব্যাপী মেলা শেষ হবে আগামীকাল মঙ্গলবার।
নওগাঁর রাণীনগরে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ৪০তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের পৃষ্ঠপোষকতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ মো: আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। মেলায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি মাদ্রাসা ও ২টি কলেজ অংশগ্রহণ করছে। দুইদিন ব্যাপী মেলা শেষ হবে আগামীকাল মঙ্গলবার।
একটি মন্তব্য পোস্ট করুন