নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ শহরের যানযট নিরসনে ছোট যমুনার নৌরুট ও যাত্রীবাহী নৌযানের শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধান অতিথি হিসাবে নৌযানের উদ্বোধন করেন, নওগাঁ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল (জন) এমপি। গত বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় শহরের ডিগ্রীর মোড়ে, সহযোগীতায় সামাজিক উদ্ভাবন টিম ও জেলা প্রশাসনের আযোজনে, নৌযানের উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসন মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, এ্যাড: একে এম ফজলে রাব্বী (বকু), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজ্বস) উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহসভাপতি নির্মল কৃষ্ণ সাহা, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, নওগাঁ সদর উপজেল নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, পৌর আওয়ামীলীগের সভাপতি দেওয়ান ছেকার আহম্মেদ শিষাণ সহ সরকারী কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রীবৃন্দ্ররা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে নৌযানের টিকেট ১০-১৫ টাকা মূল্য নির্ধারন করেন, ডিগ্রীর মোড় থেকে লিটন ব্রীজ ও কালী মন্দির পর্যন্ত নৌযান টি চলাচল করবেন।
একটি মন্তব্য পোস্ট করুন