নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় রাসেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় সদর উপজেলার শৈলকপা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে শুক্রবার সকালে নিহতের নানার বাড়ির পাশে সাজির পুকুরের ধারে মাঠ থেকে মরদেহ উদ্ধার করে। নিহত রাসেল হোসেন শহরের মাষ্টার পাড়া মহল্লার কামাল হোসেনের একমাত্র ছেলে। তবে রাসেল হোসেন ছোট থেকেই শৈলকপা মামার বাড়িতে থেকে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপড়া করতো। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হোসেন তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। এছাড়া তার মুঠোফোনটিও বদ্ধ পাওয়া যায়। সকালে এলাকাবাসী বাড়ির পাশে তার মরদেহ দেখে থানা পুলিশে সংবাদ দেয়। রাসেলের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। স্থানীয়রা জানায়, এই হত্যা কান্ডটি প্রেমঘটিত কারনে ঘটতে পারে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন স্কুল ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।
নওগাঁয় স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা
নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলায় রাসেল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতের কোন এক সময় সদর উপজেলার শৈলকপা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। পুলিশ সংবাদ পেয়ে শুক্রবার সকালে নিহতের নানার বাড়ির পাশে সাজির পুকুরের ধারে মাঠ থেকে মরদেহ উদ্ধার করে। নিহত রাসেল হোসেন শহরের মাষ্টার পাড়া মহল্লার কামাল হোসেনের একমাত্র ছেলে। তবে রাসেল হোসেন ছোট থেকেই শৈলকপা মামার বাড়িতে থেকে রাজা হরনাথ উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেনীতে লেখাপড়া করতো। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাসেল হোসেন তারাবির নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। এছাড়া তার মুঠোফোনটিও বদ্ধ পাওয়া যায়। সকালে এলাকাবাসী বাড়ির পাশে তার মরদেহ দেখে থানা পুলিশে সংবাদ দেয়। রাসেলের শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। স্থানীয়রা জানায়, এই হত্যা কান্ডটি প্রেমঘটিত কারনে ঘটতে পারে। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন স্কুল ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে এ হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।
একটি মন্তব্য পোস্ট করুন