নওগাঁ জেলা প্রতিনিধি: অবৈধ অস্ত্র উদ্ধারে বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছেন নওগাঁ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান। গত রোববার রাজশাহী রেঞ্জে কনফারেন্স তাকে পুরস্কৃত করেন রাজশাহী রেঞ্জ ডিআইজি (উপ-মহা পুলিশ পরিদর্শক) একেএম হাফিজ আক্তার বিপিএম (বার)।
জানা গেছে, অবৈধ মাদক ব্যবসায়ী, অপরাধী ও চোরাকারবারীদের কাছে এক আতঙ্কের নাম মিজানুর রহমান মিজান। অত্যন্ত চৌকস এ পুলিশ অফিসার কৌশলে মাদক ব্যবসায়ীসহ অপরাধীদের আটক করে থাকেন। তার এমন সাফল্যের জন্য ইতোমধ্যে নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর হাত থেকে বেশ কয়েকবার মাদক উদ্ধার ও মাদক ব্যসায়ীকে আটক করায় শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার গ্রহন করেছেন। গত এপ্রিল মাসে অস্ত্র ও কিছু বুলেট উদ্ধার করেন মিজান।
একটি মন্তব্য পোস্ট করুন