নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়নের চকআথিতা গ্রামের ১৪টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবশায়ী কুতুবুর রহমান পবন (৪৩) কে ১৫গ্রাম হিরোইন ও ১০০পিচ ইয়াবাসহ আটক করেছে নওগাঁ জেলা শাখার ডিবি পুলিশ।
জানা যায় গোপন সংবাদ এর ভিত্তিতে পুলিশ সুপারের দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এ.কে.এম সামছুদ্দিন এর নেতৃত্বে গত শুক্রবার মধ্য রাতে তার বসত বাড়িতে অভিযান পরিচালনা করেন, সততা ও সাহসিকতার বিশেষ অবদান রাখায় শ্রেষ্ট অফিসার হিসেবে সন্মাননা ক্রেষ্ট পাওয়া ডিবি পুলিশের এস.আই (নি:) মো. মিজানুর রহমান মিজান, সঙ্গীয় এ.এস.আই বাসির খাঁন ও এ.এস.আই সোহেল রানা অফিসার ফোর্সসহ একটি চৌকষ দল।
পরিচালনা কালে ১৫ গ্রাম হিরোইন ও ১০০শত পিচ ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবশায়ী কুতুবুর রহমান পবনকে হাতেনাতে আটক করেন, ডিবি পুলিশের একটি চৌকশ দল। কুতুবুর রহমান পবন নওগাঁ সদর চকআতিথা পূর্ব পাড়ার মৃত রমজানের আলীর পুত্র। তিনি দীর্ঘ দিন যাবৎ পুলিশের চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
জানা গেছে শনিবার তাকে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর মডেল থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.