কুয়াকাটা ২১ মে ২০১৯: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেছেন, সাংবাদিকদের মর্যাদা ও অধিকার আদায়ে ১৪ দফা দাবি আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়া উচিত। এই দাবি আজ সারাদেশের সাংবাদিকদের প্রাণের দাবিতে পরিনত হয়েছে। ওয়েজবোর্ডের সুযোগ সুবিধা উপজেলা পর্যায়ের প্রতিনিধিদের মাঝেও বাস্তবায়ন করতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের মহিপুর শাখার আয়োজনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
কুয়াকাটা পর্যটন হলিডে হোমস’র হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহিপুর শাখার সভাপতি মিজানুর রহমান বুলেট। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম,কুয়াকাটা পর্যটন হলিডে হোমস এর ব্যবস্থাপক সুভাষ চন্দ্র নন্দি, হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ হানিফ, মহিপুর থানার উপ-পরিদর্শক মোঃ হাফিজুর রহমান, কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া শাখার সভাপতি এস কে রঞ্জন, ঝালকাঠি জেলা কমিটির সহ-সভাপতি রুহুল আমিন রুবেল, বাংলাদেশ প্রতিদিনের কলাপাড়া প্রতিনিধি উত্তম কুমার হালদার, বিএমএসএফ’র মহিপুর, কলাপাড়া ও কুয়াকাটার সংবাদ কর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সভায় সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ণ সহ ১৪দফা দাবী তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সভায় সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রনয়ণ সহ ১৪দফা দাবী তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আলীপুর কেন্দ্রীয় জামে মস্জিদের খতিব ও পেশ ইমাম মুফতি মাওঃ মোঃ বেলাল হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) মহিপুর থানা শাখার সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন।
একটি মন্তব্য পোস্ট করুন