নওগাঁর আত্রাইয়ে ধান ক্রয়ের উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে ধান ক্রয়ের উদ্বোধন

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) : কৃষক বাঁচলে দেশ বাঁচবে, প্রকৃত কৃষক যেন ধান গোডাউনে দিতে পারে সে লক্ষে উপজেলা খাদ্য বিভাগ আত্রাই, নওগাঁর আয়োজনে বোরো সংগ্রহ ২০১৮-২০১৯ মৌসুমে অভ্যন্তরীণভাবে ২৬ টাকা কেজি দরে ৬১৭ মেট্রিক টন ক্রয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ধান ক্রয়ের হোয়াটস অ্যাপের মাধ্যমে শুভ উদ্ধোধন করেন নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ।
 
মঙ্গলবার সকালে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ধান ক্রয় কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম ১০ জন প্রান্তিক কৃষকের নিকট হতে ১০ মেট্রিকটন ধান ক্রয় করেন। এর আগে তিনি প্রকৃত কৃষকদের কৃষি কার্ড যাচাই বাছাই করেন।
 
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. এবাদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. মমতাজ বেগম, আত্রাই থানা ওসি মো. মোবারক হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নুরুন্নবী, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, খাদ্য গোডাউন এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূরুজ্জামান, ইউপি চেয়ারম্যান মো. আক্কাছ আলী প্রমুখ।
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget