নওগাঁর বাইপাসে পরিবহনের চাঁদা তোলার সময় ট্রাক চাপায় নিহত ১


নওগাঁর বাইপাসে পরিবহনের চাঁদা তোলার সময় ট্রাক চাপায় নিহত ১

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের বাইপাস সড়কে পরিবহনের চাঁদা তোলার সময় ট্রাকের ধাক্কায় পলাশ হোসেন (৩৪) নামে একজন নিহত হয়েছে।  মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পলাশ সদর উপজেলার বাইপাস সড়কের ফতেপুর ছিটকিতলা এলাকার মৃত: আলতাফ হোসেনের ছেলে।
 
নওগাঁ সদর মডেল থানার ওসি আব্দুল হাই বলেন, পলাশ নওগাঁ জেলা মোটর শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাইপাস সড়কের বটতলী এলাকায় পরিবহনের চাঁদা তুলছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক পলাশকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে পলাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget