নওগাঁ প্রতিনিধি: “সহায়ক প্রযুক্তির ব্যবহার,অটিজম বৈশিষ্ট সম্পন্নদের অধিকার” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও সাপাহার প্রতিবন্ধী বিদ্যালয়ের সহায়তায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্ত্বরে সমাপ্ত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব কল্যাণ চৌধুরী,সহকারী কমিশনার (ভূমি) সবুর আলী,সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী,সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম,ইউপি সদস্য জগন্নাথ দেবনাথ,বিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হাসান,আদিল হোসাইন,মাসউদা খাতুন,রোমানা খাতুন,লাকী বানু,ভক্তি পাল প্রমূখ। এসময় র্যালিতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী,অভিভাবক উপস্থিত ছিলেন ।
একটি মন্তব্য পোস্ট করুন