নওগাঁয় বামগনতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা

নওগাঁয় বামগনতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামুইরহাট উপজেলার বস্তাবর কাগজকুটা গ্রামে আদিবাসী ভূমিহীন পল্লীতে গভীর রাতে অগ্নিসংযোগ ও লুটপাটকারী চিহ্নিত দূবৃর্ত্তদের গ্রেফতার ও বিচার, ক্ষতিগ্রস্থ আদিবাসী পরিবারদের ক্ষতিপূরণ ও পূর্নবাসন এবং আদিবাসী পল্লীতে পুলিশ ফাঁড়ী স্থাপনান্তে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত সকরার দাবীতে বামগনতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার আয়োজনে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বামগনতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী ও সিপিবির সভাপতি কমরেড মহসীন রেজার সভাপতিত্বে এবং বাসদের নওগাঁ জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুলের সঞ্চালনায় নওগাঁস্থ কেদ্দ্রীয় শহীদ মিনারে শনিবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত ২ঘন্টাব্যপী অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিবি নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড শফিকুল ইসলাম, সদস্য কমরেড আব্দুস সোবহান, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক মিতালী প্রামানিক, ছাত্র ইউনিয়ন নেতা শামীম আহসান, আদিবাসী নেত্রী মালা ভূইয়া প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা জেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন, খাদ্য সামগ্রী ও পরিধেয় কাপড় সরবরাহ করার জন্য জোর দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ সভায় ক্ষতিগ্রস্থ ও ভূমিহীন এবং আদিবাসী সম্প্রদায়ের লোকজন উপস্থিত উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget