নওগাঁয় জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে ইমাম ও শিক্ষকদের সাথে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁয় জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে ইমাম ও শিক্ষকদের সাথে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে ইমাম ও শিক্ষকদের সাথে নওগাঁ জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পুলিশ লাইনস ড্রিল সেডে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক ও ফারজানা হোসেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাই, ডিআইও ওয়ান মোসলেম উদ্দীন, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশানের উপ-পরিচালক গোলাম মোস্তাফা, মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের জেলা সভাপতি ক্বারী মাওলানা মো. রমজান আলী, জেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মো. আব্দুল ওয়াহেদ আল কাদরী, পুৃলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা সমাজ থেকে জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধের লক্ষ্যে বিস্তারিত আলোচনা করেন। সভায় জেলার ইমাম মোয়াজ্জিম, শিক্ষার্থী এবং পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget