নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ সিপিসি -৩ জয়পুরহাট কাম্পের একটি অপারেশান দল। র্যাব-৫ সিপিসি -৩ জয়পুরহাট কাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার এ,কে এম এনামুল করিম জানান, নওগাঁর বদলগাছীতে এক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮ টার দিকে বদলগাছী উপজেলার দক্ষীন চাঁপাডাল এলাকায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকেয় ২৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোজাম্মেল হোসেন (৪৮) নামের এক মাদক ব্যসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মোজাম্মেল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার দক্ষীন চাঁপাডাল গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। র্যাবের প্রাথমিক জিঞ্জাসাবাদে দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট কেনাবেচা করার কথা স্বিকার করেছেন। এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন