প্রতিনিধি নওগাঁ: পহেলা বৈশাখ উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে সাঁতার প্রতিযোগিতার চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরন করা হয়েছে। গত রবিবার সকালে পুলিশ সুপারের বাংলোর সুইমিং পুলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল হাইয়ের সভাপতিত্¦ে চুড়ান্ত খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পুলিশ সুপার মো. ইকবাল হোসেন পিপিএম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের স্ত্রী নওগাঁ পুনাকের সভাপতি মাহফুজা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক পদোন্নিতপ্রাপ্ত পুলিশ সুপার, অতিরিক্তি পুলিশ সুপার, রকিবুল আক্তার, লিমন রায় ও ফারজানা হোসেন, ওসি (ডিবি) শামসুদ্দিন আহম্মেদ, ডিবি ইন্সপেক্টর মো. সাজেদুর রহমান প্রমূখ।
সাত থেকে চৌদ্দ বছর বয়সের ৪০ জন কিশোর কিশোরী চুড়ান্ত খেলায় অংশ গ্রহন করেন। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন