বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তর ও ৭ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তর ও ৭ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নওগাঁ জেলা প্রতিনিধি: বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)কে বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরন ফাউন্ডেশন এর পরিবর্তে রাজস্ব বাজেটসহ সকল প্রকল্পে কর্মরত সকল জনবলের সমন্বয়ে বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তর এবং সিবিএ কর্তৃক দাখিলকৃত ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে নওগাঁয় মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে নওগাঁ শহরের উকিলপাড়াস্থ বিআরডিবির কার্যালয়ের সামনে প্রায় ঘন্টাকালব্যাপি এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ সময় নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি খালেকুজামান, সাধারন সম্পাদক স্বপন কুমার চক্রবর্তী, সহ-সাধারন সম্পাদক বেলাল হোসেন, মর্তুজা বেগম, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, প্রচার সম্পাদক নরেশ, কার্যকরী সদস্য আনিছুর রহমান, সদস্য জাহাঙ্গীর আলমসহ জেলার ১১টি উপজেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রুপান্তর ও ৭ দফা দাবিতে নওগাঁয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বক্তারা বলেন, সকল প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তর করতে হবে। সিবিএ নেতৃবৃন্দের ফৌজদারী মামলা হতে অব্যাহতি দিতে হবে। রাজস্ব বাজেটে স্থানান্তরের পূর্বে সকল প্রকল্পের কর্মচারীদের শতভাগ বেতনভাতা ও পর্যাপ্ত তহবিল প্রদানসহ মোট ৭ দফা দাবি করা হয়। দাবীগুলো বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেয়া হয়। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।   

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget