নওগাঁ প্রতিনিধিঃ বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁয় ১২তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০১৯ পালিত হয়েছে। বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার সকালে সার্কিট হাউজ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার অবদুল্লাহ আল মামুন, ডিএসবির সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা বিশ্ব অটিজম সচেতনতা দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন