নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার প্রত্যন্ত এলাকা খাস-পারইলের শিশুদের একমাত্র সরকারি বিদ্যাপিঠ খাস-পারইল সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিগত সময়ে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শহীদ মিনার থেকে বঞ্চিত ছিলো। বিভিন্ন জাতীয় দিবসে শিক্ষার্থীরা প্রতীকি শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানাতো। অবশেষে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পেলো একটি পূর্ণাঙ্গ শহীদ মিনার। উপজেলা পরিষদের অর্থায়নে ২লাখ টাকা ব্যয়ে এই শহীদ মিনার নির্মাণ করা হয়। সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত পূর্ণাঙ্গ শহীদ মিনারের উদ্বোধন করেন উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির শ্রেষ্ঠ সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনছার আলী। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ছামছুর রহমান, হেলাল হোসেন, শাহাজাহান আলী, আবুল বাছেদ, প্রধান শিক্ষক শেফালী বেগম, সহকারী শিক্ষক আ: গফুর, মো. রজিবর রহমান প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন