বাবুল আকতার, সাপাহার নওগাাঁ: নওগাঁর পত্নীতলা সীমান্ত থেকে একটি নীলগাই (পুরুষ) উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। সোমবার সকাল ৭টার দিকে উপজেলার নির্মল ইউনিয়নের হাট-শাওলি কানুপাড়া গ্রামের একটি আম বাগান থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। বর্তমানে সেটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে আছে।
পত্নীতলা উপজেলার নির্মল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সীমান্তবর্তি এলাকায় একটি আম বাগানে নীলগাই (পুরুষ) টি ঘুরাফেরা করছিল। স্থানীয় কিছু যুবক বিরল এ প্রাণীটিকে আটক করে আমায় সংবাদ দেয়। এরপর সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যায়। পাশে পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৪) সদস্যরা সংবাদ পেয়ে নীলগাইটা তারা নেয়ার জন্য আসে। কিন্তু আমি তাদের বললাম যেহেতু আমার এলাকার মধ্যে গাইটি উদ্ধার করা হয়েছে পরিষদে নেয়ার পর সুরহা হওয়ার পর যেখান নিয়ে যায় যাবে। তাতে আমার কোন সমস্যা নাই। এসময় তারা গাড়ির চাবি খুলে নেয়। এতে তাদের সাথে বাকবিতন্ডা এবং হালকা ধস্তাধস্তিও হয়।
পত্নীতলা উপজেলার নির্মল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সীমান্তবর্তি এলাকায় একটি আম বাগানে নীলগাই (পুরুষ) টি ঘুরাফেরা করছিল। স্থানীয় কিছু যুবক বিরল এ প্রাণীটিকে আটক করে আমায় সংবাদ দেয়। এরপর সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যায়। পাশে পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৪) সদস্যরা সংবাদ পেয়ে নীলগাইটা তারা নেয়ার জন্য আসে। কিন্তু আমি তাদের বললাম যেহেতু আমার এলাকার মধ্যে গাইটি উদ্ধার করা হয়েছে পরিষদে নেয়ার পর সুরহা হওয়ার পর যেখান নিয়ে যায় যাবে। তাতে আমার কোন সমস্যা নাই। এসময় তারা গাড়ির চাবি খুলে নেয়। এতে তাদের সাথে বাকবিতন্ডা এবং হালকা ধস্তাধস্তিও হয়।
তিনি আরো বলেন, এরপর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবগত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বন কর্মকতা আমাকে ফোন দিয়েছিলেন নীল গাইটি আমার হেফাজতে রাখার জন্য। তারা নিয়ে যাবেন বলেও জানান।
ইউপি সদস্য ইয়াসিন আলি জানান নীল গাইটি ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা হয়েছে এমন তথ্যের ভিত্তিতে স্থানীয়রা অনেক রাত থেকেই পাহারা দিয়ে ছিল। অনেকের ধারনা এটি ভুল করে বাংলাদেশে প্রবেশ করেছে।
এ ব্যাপারে পতœীতরা বিজিবি-১৪ সিও লে. কর্নেল জাহিদ হাসান বলেন, চেয়ারম্যানের সাথে এ ধরনের কোন ঘটনা আমার জানানেই। তবে নীলগাইটি আমাদের বিজিবির টহল সদস্যরা দেখেছেন। যেহেতু ফাঁকা মাঠের মধ্যদিয়ে আসার সময় আমাদের সদস্যরাই দেখেছেন। তখন হয়ত তাকে ধরতে পারেনি। পরে স্থানীয় এলাকাবাসী নীলগাইটি আটক করেছে। যেহেতু প্রাণীটি অবৈধ। আর আইনগত ভাবে চেয়ার্যমান এটি নিয়ে যেতে পারেন না। প্রাণীটি উদ্ধার করে বন বিভাগগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জেলার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী। পরে বন বিভাগের মাধ্যমে নীলগাইটি রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে সেটি দিনাজপুর রামসাগরে জাতীয় উদ্যানে রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন