নওগাঁ প্রতিনিধি: “ক্রীড়ায় বিশ্ব সম্প্রীতি বাংলাদেশের অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁয় পালিত হলো আন্তর্জাতিক ক্রীড়া দিবস। দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা নানা কর্মসূচির আয়োজন করে। শনিবার সকালে জেলা স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে ক্রীড়ামোদী শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করে। র্যালীটি শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। র্যালী শেষে স্টেডিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, জেলা ক্রিকেট অ্যাম্পায়ার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ন কবীর প্রমুখ।
একটি মন্তব্য পোস্ট করুন