নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দা উপজেলায় বিষ পানে খাতিজা আক্তার নামে দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টায় ঘটনাটি ঘটে। নিহত খাতিজা উপজেলার মৈনম গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
এ বিষয়ে শিশুটির বাবা জাহাঙ্গীর হোসেন জানান, সকালে বাড়ির পার্শে ছোট বাচ্চাদের সাথে খেলা করছিল খাতিজা। বাড়ির পাশেই একজন কৃষক কলা গাছে ঔষুধ দিচ্ছিল। এসময় খাদিজা সবার অজান্তে কলা গাছে দেওয়া বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উপজেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান বিষয়টি জানার পর ঘনটাস্থলে পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
একটি মন্তব্য পোস্ট করুন