নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের হাবিলদার নিহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের হাবিলদার নিহত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় জয়পুরহাট ফায়ার সার্ভিস স্টেশনের হাবিলদার মাহবুব হাসান নিহত হয়েছে। গত শনিবার রাতে নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সামনে নওগাঁ-বগুড়া মহসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি রাস্তয় পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। নিহত মাহবুব হাসানের বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার খঞ্জনপুর গ্রামে।
 
নওগাঁ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক এ,কে,এম মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি পরিবার নিয়ে নওগাঁর পার-নওগাঁয় ভাড়া থাকতেন। শনিবার রাতে সহকর্মীদের সঙ্গে দেখা করার জন্য নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনে যাচ্ছিলেন। এসময় স্টেশনের সামনে নওগাঁ-বগুড়া রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মটর সাইকেল ধাক্কা দিলে তিনি রাস্তয় পড়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রবিবার সকালে নওগাঁয় ফায়ার সার্ভিস স্টেশনে শ্রদ্ধা নিবেদন করেন স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। পরে বাদ যোহর জেলার মহাদেবপুর উপজেলায় খঞ্জনপুর তার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget