নওগাঁ প্রতিনিধি: নওগাঁ শহরের আরজী নওগাঁ মৌলভীপাড়ায় পুর্ব শক্রতার জেরে প্রতিপক্ষের হামলায় রমুন (৩১) নামে এক যুবক আহত হয়েছে। আহত রমুন বর্তমানে স্থানীয় প্রাইম ল্যাব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে আহতের মা রাহিমা বেগম বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেছেন। থানার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল ১০ টায় শহরের আরজী নওগাঁ মৌলভীপাড়ার মালোয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী রাহিমা বেগম তার নিজ খলিয়ানে কাজ করছিলেন। এসময় পূর্ব শক্রতার জের ধরে পার্শ্ববর্তী খলিলুর রহমানের ছেলে আসামী রিবন (৩০) সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জন অনধিকার প্রবেশ করে বাদী রাহিমাকে মারপিট করতে থাকে। মারপিট করার সময় রাহিমার চিৎকারে তার সন্তান রশিদুল হাসান ওরফে রমুন এগিয়ে আসলে আসামী রিবন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারীভাবে আঘাত করে। রমুনের বুকে ও কানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হলে প্রতিবেশিরা এগিয়ে এসে আহত রমুনকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়ে দেন।
মামলার তদন্তকারী অফিসার এসআই সমরেশ জানান, ঘটনায় ভিকটিমের মা রাহিমা বাদী হয়ে এজাহার করায় মামলা দায়ের হয়েছে। আসামী আটকের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার তদন্তকারী অফিসার এসআই সমরেশ জানান, ঘটনায় ভিকটিমের মা রাহিমা বাদী হয়ে এজাহার করায় মামলা দায়ের হয়েছে। আসামী আটকের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন