নওগাঁ প্রতিনিধি: ‘রাখব নিস্কন্টক জমি-বাড়ি, করব সবাই-ই-নাম জারি’ এই প্রতিপাদ্যে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে নওগাঁয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে শহরের কালীতলা ভূমি অফিস থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুলাহ আল মামুন, সহকারী ভূমি কমিশনার সবুর আলী, জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক নাছিমুল হক বুলবুল, জেলা সুজনের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলালসহ সুধিজন। শোভাযাত্রা শেষে সদর উপজেলা ভূমি অফিসে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ফিতাকেটে ও ফেস্টন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার শুভ উদ্বোধন করেন। পরে সেবাগ্রহিতাদের মাঝে বিভিন্ন ভূমি সহায়িকা লিফলেট বিতরন করেন।
একটি মন্তব্য পোস্ট করুন