মোঃ রাসেল ইসলাম, বেনাপোল (যশোর) প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(উন্নয়ন)খুলনা’র ১৭/৪/২০১৯ইং তারিখের স্বাক্ষরিত এক বার্তায় যশোরের শার্শার দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমান মিজানকে উপস্থিতির জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
আগামী ২৩ ও ২৪ শে এপ্রিল সার্কিট হাউস খুলনার সম্মেলন কক্ষে ইনোভেটরদের উদ্ভাবিত ইনোভেশনকে শোকেসিং করার নিমিত্ত্বে এক মতবিনিময় সভার আয়োজন করা হইয়াছে। এতে জেলার শ্রেষ্ট ০৩(তিন)টি ইনোভেশনকে শোকেসিং করা হবে। ঐ একই চিঠিতে জেলা প্রশাসক গনকে এ ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে। দুদিন ব্যাপী ঐ অনুষ্ঠানে ইনোভেটরদের ইনোভেশন মডেল,বুকলেট/লিরেট,ক্লোচার্ট এবং ভিডিও সহ উপস্থিতির আবশ্যকতা জানিয়ে দেওয়া হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন