প্রতিনিধি, সাপাহার: বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নওগাঁর সাপাহারে পরিবেশ আইন না মানায় তিন ইট ভাটার মালিকের ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুর আলী। এ সময় সেখানে থানার উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাতাড়ী ইউনিয়নের রামাশ্রম গ্রামে অবস্থিত টাটা ইট ভাটার ৪০ হাজার টাকা, সততা ইট ভাটার ২০ হাজার টাকা ও হক ইট ভাটার ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুর আলী জানান, পরিবেশ আইন না মানা সহ কয়লার পরিবর্তে কাঠ দিয়ে ইট ভাটা পরিচালনার অভিযোগে তাদের এ জরিমানা করা হয়েছে। এবং আগামী ১ মাসের মধ্যে ৩ টি ভাটায় পরিবেশ বান্ধব করার জন্য কঠোর হুশিয়ারী দেওয়া হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুর আলী জানান।
একটি মন্তব্য পোস্ট করুন