নওগাঁ প্রতিনিধি: “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়েছে। বুধবার সকালে সদর হাসপাতাল চত্বর থেকে একটি বন্যাঢ্য র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। বর্ন্যাঢ্য র্যালীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, সিভিল সার্জন ডা: মুমিনুল হক, জেলা স্বাচিপএর সভাপতি ডা: আশেক হাসান, সাধারন সম্পাদক ডা: রেজাউল মাহমুদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ড. কুস্তরী আমিনা কুইন, সহকারী উপপরিচালক ডা: কামরুল আহসান টিপু, জেলা প্রেস ক্লাবের সভাপতি নবির উদ্দিন, হাসপাতালের আরএমও ডাঃ মনির আলী আকন্দ, হাসপাতালের ডাক্তার, মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা, নার্সিং ইন্সটিটিউটের ছাত্রীরা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থি ছিলেন। পরে হাসপাতাল চত্বরে হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশান আরা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে কনসালটেন্ট ডা: তুষার, আরএমও ডাঃ মনির আলী আকন্দসহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা স্বাস্থ্য সেবা সপ্তাহের উপর বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন