প্রতিনিধি নওগাঁ: “সমতা ও সংহতি নির্ভর সর্বজনীন প্রাথমিক স্বাস্থ্য সেবা“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। রবিবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা: মুমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, স্বাচিপ এর জেলা সভাপতি ডা: আশেক হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কুস্তুরী আমিনা কুইন, ডেপুটি সিভিল সার্জন ডা: কাজী মিজানুর রহমান, আরএমও ডা: মনির আলী আকন্দ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধূরী, বেসরকারী সংস্থা রানির প্রধান নির্বাহী ফজলুল হক খান, সুর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বশির আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তরা স্বাস্থ্য দিবসের উপর বিস্তারিত আলোচনা করেন। র্যালী ও আলোচনা সভায় সরকারী বে-সরকারী কর্মকর্তাসহ স্বাস্থ্য বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন