নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও উদ্ভাবনী উদ্যোগ গ্রহন সংক্রান্ত প্রশিক্ষন সেমিনার ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী। শুক্রবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এফএ এন্ড এমআইএস উইং, বিবিএস এর আয়োজন করে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিসংখ্যান ব্যুরো অফিসের যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান, পরিসংখ্যান ব্যুরোর নওগাঁ অফিসের উপ-পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজশাহী বিভাগের সকল জেলার পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন