নওগাঁ জেলা প্রতিনিধি: ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা কেন্দ্রে আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানিকারী ও হত্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০ টায় শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধনের আয়োজন করে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ। সংগঠনের সভাপতি অ্যাড. ডিএম আব্দুর বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মতুর্জা রেজা, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলি পিন্টু, মোফাখ্খার হোসেন খান প্রতীক, আব্দুস সাত্তার মন্ডল, সহসভাপতি প্রতাপ চন্দ্র সরকার, সাধারন সম্পাদক এমএম রাসেল, সদস্য সুবল চন্দ্র মন্ডল, বিষ্ণ কুমার দেবনাথ সহ প্রমূখ। বক্তারা রাফি’র হত্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসিসহ বিচারবিভাগকে ঢেলে সাজানোর দাবী জানান। সেই সাথে রাফিকে দিয়েই শেষ হোক নারী নির্যাতন ও ধর্ষন। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
একটি মন্তব্য পোস্ট করুন