মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ: নওগাঁর মান্দায় সহ¯্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বাংলাদেশের সাফল্য, সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (ঝউএ) বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গর্ভনেন্স ইনোভেশন ইউনিট প্রধান মন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় এবং মান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে (১৮এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দিনব্যাপী মান্দা উপজেলা পরিষদ সভা কক্ষে জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবুর রহমান। মান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুসফিকুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান স.ম জসিম উদ্দিন, ১৪ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পর্যায়ের পুলিশ-শিক্ষা-স্বাস্থ্য-কৃষি-মৎস-পরিবেশসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজকর্মী, বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতা, এনজিও কর্মী, কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.