পত্নীতলায় পোস্ট কার্ডের তীব্রসংকট


পত্নীতলায় পোস্ট কার্ডের তীব্রসংকট
মাসুদ রানা ,পত্নীতলা (নওগাঁ) :  নওগাঁর পত্নীতলাসহ স্থানীয় ডাকঘরগুলোতে পোস্টকার্ডের তীব্র সংকট দেখা দিয়েছে। তথ্য প্রযুক্তির যুগেও পোস্ট কার্ডের প্রয়োজনীয়তা কমেনি। জানা যায় সাধারণত বেতার অনুরাগী শ্রতারা ওই সকল পোস্টকার্ড বেশি ব্যবহার করে থাকেন। বেতার শ্রেতাদের মধ্যে পত্নীতলার অষ্টমাত্রা গ্রামের রুবেল হোসেন, মহাদেবপুর রহিমাপুরের মামুনুর রশীদ, ধামইরহাটের শামীম রেজা জানান বেতারের সাথে তাঁদের কুইজের অংশ গ্রহনে পোস্টকার্ডের প্রয়োজন হয় কিন্তু স্থানীয় ডাকঘর গুলোতে পোস্টকার্ড এক বছর ধরে তাঁরা না পাওয়ায় বেকায়দায় পড়েছেনা। উল্লেখ্য সারা দেশে বেতার অনুমোদিত ২ হাজার এবং অনুমোদন ছাড়া আরো কয়েক হাজার শ্রোতা ক্লাব রয়েছে,  এদের সদস্যরা নিয়মিত  বেতারে যোগাযোগ রাখেন এবং কুইজে পোস্টকার্ড ব্যবহার করে থাকেন। পোস্টকার্ডের অভাবে বেতার কুইজসহ তাঁদের  যোগাযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়ে পতœীতলা উপজেলা পোস্ট মাস্টার শহিদুল ইসলাম বলেছেন বার বার পোস্টকার্ডে চাহিদা দিয়েও পাওয়া যায়নি। 
লেবেলসমূহ:

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget