নওগাঁ জেলা প্রতিনিধি: ট্রান্সকম বেভারেজ লিমিটেডের কোমল পানীয় ব্যান্ড মাউন্টেন ডিউ এর বাইক স্ট্যান্ড শো অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে মাউন্টেন ডিউ ডে অব ডেয়ারস গত শুক্রবার বিকেলে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
মাউন্টেন ডিউ এর বাইক স্ট্যান্ড শো তে দেশের খ্যাতিমান আর আর জেড (জজত) বাইক গ্রুপ তাদের নৈপূর্ন কলা-কৌশল দর্শকদের মাতিয়ে তোলেন এবং দর্শকদের অংশ গ্রহনে বিভিন্ন খেলায় তাদের পুরস্কৃত করেন। কর্মকর্তারা জানায় মাউন্টেন ডিউ এর ৪০০ এমএল বোতলের আর্কষনিয় অফার চলছে। বোতলের ক্যাপের ভিতরে ইউনিক কোডে এসএমএস করলে গ্রাহকরা সঙে সঙে ১০ টাকা রিচার্জ পাবে এবং প্রতি সপ্তাহে ১ জন সৌভাগ্যবান ব্যক্তির জন্য রয়েছে সুজুকি জিকজার এসএফ ব্যান্ডের মোটরসাইকেল। সার্বক্ষণিক চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থায় বাইক স্ট্যান্ড শো প্রর্দশিত হয়। আজ বিকেলে বগুড়া আজিজুলি হক কলেজে অনুষ্ঠি হবে।
একটি মন্তব্য পোস্ট করুন