নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় কবি হুমায়ন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের জনকল্যান মহল্লায় কবি হুমায়ুন বটমূল প্রাঙ্গনে হুমায়ুন স্মৃতি সংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
গত তিন মাস যাবত অংশগ্রহনকৃত ১৬ টি দলের মধ্যে ফেন্ড ফাউন্ডেশন ও কবি হুমায়ুন স্মৃতি সংঘ ফাইনাল খেলায় অংশ গ্রহনে হুময়ুন স্মৃতি সংঘ ২-১ গোলে জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয় সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খাস- নওগাঁ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মোস্তফা মাহবুবজ্জামান মামুন, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আজাদ হোসেন মুরাদ, নওগাঁ সাহিত্য পরিষদ এর আহবায়ক সাংবাদিক আশরাফুল নয়ন, আওয়ামী যুবলীগের সহ-সভাপতি সুহেল রানা, কবি হুমায়ন স্মৃতি সংঘের সাবেক সভাপতি সুজন আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন হোসেন, শাওন, জালাল, চঞ্চল প্রমূহ। খেলায় বিজয়ী দলকে ২৪ ইঞ্জি এলইডি কালার টিভি পুরস্কার হিসেবে প্রদান করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন