আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে জন সচেতনতা সৃষ্টি করতে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি এক যুগান্তকারী এং দৃষ্টান্তমুলক কর্মসূচী হাতে নিয়েছে। এই কর্মসূচী নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং একটি পৌরসভা এলাকায় ব্যপকভাবে সাড়া জাগিয়েছে। আগামী ২০২২ সালের মধ্যে নওগাঁ সদর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ও যৌতুকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
এই কর্মসূচীর আওতায় ইউনিয়ন এবং পৌরসভা এলাকাগুলোর গ্রামে গ্রামে এবং মহল্লায় মহল্লায় স্বেচ্ছাসেবক তৈরী, উঠান বৈঠক, স্কুল ক্যাম্পেইন ইত্যাদি কর্মসূচীর মাধ্যমে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, সদস্যা, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্ট জনদের সম্পৃক্ত করে বাল্য বিবাহের বিভিন্ন কুফল এবং আইনগত দিক তুলে ধরে অভিভাবক এবং কিশোর কিশোরীদের সজাগ করে তোলার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে ব্যপক সংখ্যক মানুষের সাড়া পরিলক্ষিত হচ্ছে।
বাল্য বিবাহ বর্তমানে সমাজের একটি মারাত্মক ব্যাধি। এই ব্যাধি দুর করে একটি সুন্দর আগামী গড়ে তোলার প্রত্যয় নিয়ে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা তাঁর সামাজিক দায় থেকে এই বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। গত ২০১৮ সালের ফেব্রুয়ারী মাস থেকে তিনি তাঁর সোসাইটি নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির আর্থিক সহায়তায় এই কার্যক্রম শুরু করেন। এরই মধ্যে এই কার্যক্রম পরিচালনার জন্য নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সাথে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন।
এই কার্যক্রম পরিচালনার জন্য একজন কর্মসূচী সহযোগি এবং ৩ জন উন্নয়ন কর্মী নিয়োগ দেয়া হয়েছে। কর্মসূচী সহযোগী প্রতি মাসে ১৯ হাজার টাকা এবং উন্নয়ন কর্মীরা প্রতি মাসে ৮ হাজার টাকা সন্মানী পেয়ে থাকেন।
ইতিমধ্যে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া, চন্ডিপুর, তিলকপুর, হাপানিয়া, বক্তারপুর, বর্ষাইল, কির্ত্তিপুর, শৈলগাছি, দুবলহাটি এই ৯টি ইউনিয়নে কার্যক্রম চলমান রয়েছে। এসব এলাকায় ৬২৪টি পাড়ায় পাড়াভিত্তিক ২ জন করে মোট ১ হাজার ২শ ৪৮ জন স্বেচ্ছাসেবক তৈরী করা হয়েছে। তাদের প্রশিক্ষন সম্পন্ন হয়েছে। এসব স্বেচ্ছাসেবক কর্মসূচী সহযোগি ও উন্নয়ন কর্মীদের সাথে সহযোগিতা দিয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্য সদস্যাদের সাথে সমন্বয় করে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছেন।
ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ৬৫টি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব উঠান বৈঠকে ইউ.পি. চেয়ারম্যান, ইউ.পি. সদস্য, মহিলা সদস্য, অভিভাবক, কিশোরী ও স্বেচ্ছাসেবকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সচেতনতামুলক বক্তব্য রাখেন। এসব উঠান বৈঠকে ৯২২ জন স্বেচ্ছাসেবক, ৭১৬ জন কিশোরী, ৪ হাজার ৬শ ১৩ জন অভিভাবক এবং ১৭৩ জন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।
শিক্ষার্থীদের বাল্যবিবাহ সম্পর্কে বিরুপ ধারনা দেয়ার লক্ষে এ পর্যন্ত মোট ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এগুলো হচ্ছে বোয়ালিয়া ইউনিয়নের শের-এ-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়, চন্ডিপুর ইউনিয়নে গাংজোয়ার উচ্চ বিদ্যালয়, কির্ত্তীপুর ইউনিয়নে কির্ত্তীপুর উচ্চ বিদ্যালয়, বক্তারপুর ইউনিয়নে চাকলা উচ্চ বিদ্যালয়, বর্ষাইল ইউনিয়নে বর্ষাইল কাইয়ুম উচ্চ বিদ্যালয়, হাপানিয়া ইউনিয়নে হাপানিয়া স্কুল এন্ড কলেজ এবং তিলকপুর ইউনিয়নে ১ নং ফতেপুর উচ্চ বিদ্যালয়ে।
এসব স্কুল ক্যাম্পেইনে ২ হাজার ৫শ ৪১ জন শিক্ষার্থী, ১৫৮ জন শিক্ষক এবং ১২৪ জন বিশিষ্টজন অংশগ্রহন করেন। এই প্রক
এসব স্কুল ক্যাম্পেইনে ২ হাজার ৫শ ৪১ জন শিক্ষার্থী, ১৫৮ জন শিক্ষক এবং ১২৪ জন বিশিষ্টজন অংশগ্রহন করেন। এই প্রক
নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র ম্যানেজিং ডিরেক্টর এম মাসুদ রানা বলেছেন বর্তমানে বাংলাদেশে বাল্য বিবাহ একটি সামাজিক ব্যধি। একটি সুন্দর আগামী গড়ে তুলতে হলে বাল্য বিবাহ বন্ধে জনগণকে সচেতন করার কোন বিকল্প নাই। সেই চেতনা থেকে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এই কার্যক্রমে ইতিমধ্যেই প্রায় ১৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে কলে তিনি জানান।
জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান বলেছেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি বাল্য বিবাহ বন্ধে জনগণকে সচেতন করতে ব্যপক প্রচারনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই প্রচারনা অবশ্যই এক সময় বাল্যবিবাহ বন্ধে যুগান্তকারী পদক্ষেপ বয়ে আসবে। এ ধরনের অন্য সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করলে আমাদের লক্ষ্য অর্জিত হবে।
একটি মন্তব্য পোস্ট করুন