নওগাঁ প্রতিনিধিঃ “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। মঙ্গলবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন ডা: মুমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হাসপাতালের তত্বাবধায়ত ডা: রওশন আরা খানম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জাহিদ নজরুল চৌধূরী, জেলা অতিরিক্ত জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা: শামীম নাহার প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা খাদ্যে পুষ্টির উপর বিস্তারিত আলোচনা করেন।
একটি মন্তব্য পোস্ট করুন