নওগাঁয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড তাজাগুলি ও ২টি মোটর সাইকেলসহ ২জন গ্রেফতার

নওগাঁয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড তাজাগুলি ও ২টি মোটর সাইকেলসহ ২জন গ্রেফতার

আবু রায়হান রাসেল, নওগাঁ: নওগাঁয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড তাজাগুলি দুটি মোটর সাইকেলসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের আশরাফুল ইসলাম আপন (২৬) ও একই গ্রামের সোহেল রানা (৩৪)।

মঙ্গলবার দুপুরে ডিবি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল জেলার আত্রাই উপজেলার নন্দনালী গ্রামের মৃত আকবরের পুত্র সোহেল রানার বাড়ীতে কুখ্যাত সন্ত্রাসী আশরাফুল ইসলাম অবস্থান করছিলেন। সেখান থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে তার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড তাজাগুলি উদ্ধার করে। তার দেয়া তথ্যে ভিত্তিতে সোহেল রানাকে একটি চোরাই (ইয়ামাহা ফেজার) মটর সাইকেলসহ গ্রেফতার করে। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী আরও একটি পালসার মটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান তিনি। এসময় অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, ডিবির ওসি সামসুদ্দীনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget