ঠাকুরগাঁওয়ে ব্র্যাক শিশু নিকতেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে ব্র্যাক শিশু নিকতেন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও: আজ বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড ব্র্যাক শিশু নিকেতন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০১৯ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। "আমরা বিশ্বাস করি প্রতিটি শিশুর সম্ভাবনা ও সাফল্যে"এ স্লোগান এর আলোকে 
 
ব্র্যাক শিশু নিকেতন স্কুলের আয়োজনে জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু.সাদেক কুরাইশী উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন।এ সময় প্রধান অতিথি  বলেন" বাংলাদেশ সরকারের উন্নয়ন লক্ষ্য মাত্রা বাস্তবায়নের জন্য এবং গুনগত মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে ব্র্যাক স্কুলের মত স্কুল প্রতিষ্ঠা করা প্রয়োজন। আগামীতে ব্র্যাক কর্তৃপক্ষ চাইলে তিনি একটি স্কুল করে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন।তিনি স্কুলটির সার্বিক কার্যক্রম দেখে অভিভূত হন"। এ ছাড়াও ঠাকুরগাঁওয়ে ব্র্যাকের কার্যক্রম বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতারও আশ্বাস প্রদান করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget