মাহমুদুন নবী বেলাল, নওগাঁ: নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ উপলক্ষে প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নওগাঁ জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি কর্তৃক আয়োজিত আগামী “২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯” যথাযথ ভাবে পালনের জন্য প্রস্তুতিমূলক সভায় জেলা লিগ্যাল এইড অফিসার নওগাঁ (ভারপ্রাপ্ত) জিয়া উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, জেলা লিগ্যাল এইড কমিটি নওগাঁ এর চেয়ারম্যান এবং বিজ্ঞ জেলা ও দায়রা জজ এ, কে, এম, শহীদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর বিচারক শাহীদুল ইসলাম আজামী, চীপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রেজাউল করিম চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তার, নওগাঁ জেলা এ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশনের সভাপতি সরদার সালাউদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক ইকবাল জামিল চৌধুরী লাকি, পিপি আব্দুল খালেক, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি নবির উদ্দীন, সাধারণ সম্পাদক, নাসিমুল বুলবুলসহ বিজ্ঞবিচারকগণ, তথ্যকর্ম কর্তা, সিভিলসার্জন, শিশু বিষয়ক কর্মকর্তা, সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিগণ প্রমুখ। সভায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ খ্রি: যথাযথভাবে পালনের জন্য বিভিন্ন কমিটি গঠনসহ নানা বিষয়ে বিষদ আলোচনা এবং প্রতিবারের ন্যয় এবারেও সেরা প্যানেল আইনজীবী মনোনয়নের জন্য আলোচনা সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
একটি মন্তব্য পোস্ট করুন