নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁয় ‘আশার আলো অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে’ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় নওগাঁ শহরের দয়ালের মোড়ে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওছিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনি সানজিদা সরকার, বিদ্যালয়ের উপদেষ্টা এসএম সামশুল আলম, সিনিয়র শিক্ষক জোবায়দা খাতুন প্রমূখ। এসময় অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার জন্য প্রধান অতিথি চারটি হুইল চেয়ার প্রদান করেন।
একটি মন্তব্য পোস্ট করুন