নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষ বরণ ১৪২৬

নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষ বরণ ১৪২৬
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে বর্ষ বরণ ১৪২৬ অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসাবে ফেষ্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে সেখান থেকে গ্রামীন ঐতিহ্য গরুর গাড়ী, ঘোড়াগাড়ী ও পালকী নিয়ে একটি বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। 

নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষ বরণ ১৪২৬
এসময় অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, নওগাঁ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: আব্দুল বারী, হাসপাতালের তত্বাবধায়ক ডা: রওশন আরা খানম, সিভিল সার্জন ডা: মোমিনুল হক, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার হারুন অল রশীদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিকসহ বিভিন্ন সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। পরে বিদ্যালয় মুক্তমঞ্চ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশিত হয়। পরে জেলা প্রশাসকের বাংলার গ্রামীন ঐতিহ্য পান্তা বিভিন্ন ভর্তা দিয়ে খাওয়া হয়। বিকেলে গ্রামীণ হারিয়ে যাওয়া লাঠি খেলা অনুষ্ঠিত হয়।
নওগাঁয় বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ষ বরণ ১৪২৬
অপর দিকে জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মেলন পরিষদের উদ্যোগে সকালে সমবায় চত্বরে শুভ নববর্ষ ১৪২৬ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা জাতীয় রবীন্দ্র সঙ্গিত সম্মিলন পরিষদের সভাপতি আমিনুল করিম তরফদার সংগঠনের সাধারন সম্পাদক মোসাদ্দেক আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরে ১লা বৈশাখকে বরন করতে বিভিন্ন গান ও নৃত্য পরিবেশন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

[blogger][facebook]

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

আজকের দেশ সংবাদ . Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget